Breaking News

কামড়ে প্রেমিকের জিহ্বা ছিঁড়ে ফেললেন তরুণী

প্রেমিকাকে জোর করে চুম্বনের চেষ্টা করেছিলেন এক যুবক। পরে আত্মরক্ষার্থে কামড়ে ওই প্রেমিকের জিহ্বা ছিঁড়ে দিলেন ওই তরুণী।

সোমবার (১৭ নভেম্বর) বিকালে ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের কানপুরে। খবর এনডিটিভির।

পুলিশ জানিয়েছে, আহত ওই যুবকরে নাম চাম্পি (৩৫। তিনি বিবাহিত এবং কানপুরের দরিয়াপুর গ্রামের বাসিন্দা।

জানা গেছে, চাম্পি ও ওই তরুণীর মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। তবে পরিবার অন্যত্র বিয়ে ঠিক করায় চাম্পির সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন ওই তরুণী। এতে ক্ষুব্ধ হয়ে চাম্পি প্রায়ই তাকে অনুসরণ করতেন এবং দেখা করার চেষ্টা করতেন।

আরও পড়ুনঃ মধ্যরাতে বীর মুক্তিযোদ্ধার বাড়িতে আগুন-ভাঙচুর ও লুটপাট
ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি
ফেসবুক স্ট্যাটাসে যা লিখলেন ভারতের প্রধানমন্ত্রী মোদি
পুলিশ জানিয়েছে, সোমবার বিকালে রান্নার চুলার জন্য বাড়ির পাশের পুকুর থেকে কাদা আনতে গিয়েছিলেন ওই তরুণী। এ সময় চাম্পি তাকে অনুসরণ করে সেখানে পৌঁছে হেনস্তা করা শুরু করেন। ওই তরুণী প্রতিবাদ করলে চাম্পি তাকে ধরে জোরপূর্বক চু্ম্বন দেওয়ার চেষ্টা করেন। পরে ওই তরুণী আত্মরক্ষার জন্য কামড় দিয়ে চাম্পির জিভের একটি অংশ ছিঁড়ে ফেলেন। পরে তার চিৎকারে আশপাশের মানুষ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আরও পড়ুনঃ হাসপাতালের হিমঘর থেকে লাশের দুই চোখ গায়েব!
জেলার ডেপুটি কমিশনার অব পুলিশ দিনেশ ত্রিপাঠী জানান, এই ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

About Admin

Check Also

সচিবদের সঙ্গে বৈঠক শেষ, পে স্কেলের সুপারিশ নিয়ে যা বললেন কমিশন চেয়ারম্যান

নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সচিবদের সঙ্গে পে কমিশনের সদস্যদের বৈঠক শেষ হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
Verified by MonsterInsights