Breaking News

হাসিনাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী করার পরামর্শ

প্রতিত স্বৈরাচার শেখ হাসিনাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী করার পরামর্শ দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, ‘বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনার জন্য প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেদ্র মোদি সাহেবের অনেক দরদ। একজন গণহত্যাকারী পতিত স্বৈর শাসকের জন্য নরেদ্র মোদি সাহেবের এত দরদ লাগলে তাকে ভারতের কোনো প্রদেশের মুখ্যমন্ত্রী বানিয়ে দিক। তাতে আর কিছু না হলেও দিনের ভোট কিভাবে রাতে করতে হয়, ভোটার ছাড়াই কিভাবে নির্বাচন করে জিততে হয় শেখ হাসিনা সেসব নরেদ্র মোদি সাহেবকে শিখিয়ে দিতে পারবেন।’

শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে নাটোর সদর উপজেলার কাফুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি বাবর আলী শাহ এর সভাপতিত্বে স্থানীয় চাঁদপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।

দুলু বলেন, ‘শেখ হাসিনা ও তার দলের নেতারা ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যহত রেখেছে। নানা মিথ্যা প্রচারণা করে দেশকে ছোট করছে। সেই সুযোগ নিয়ে ভারত সরকার ও সেখানকার উগ্র বাসিন্দারা হাসিনার পতনে মর্মাহত হয়ে তারাও বাংলাদেশের সকল মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে আমাদের দেশের হিন্দু-মুসলিম খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের চিরদিনের ভ্রাতৃত্বপূর্ণ সুসর্ম্পক নষ্ট করার পাঁয়তারা করছে। পতিত হাসিনা ও তার দোসরদের দেশের ভিতর বাহির যেকোনো ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে হবে। কোনো ষড়যন্ত্র টের পেলে দেশের সকল দলমত ধর্ম বর্ণের মানুষ একত্র হয়ে সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।’

এ সময় আরও বক্তব্য রাখেন দুলুর সহধর্মীনি ছাবিনা ইয়াসমিন ছবি, নাটোর জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক কাজী শাহ আলম, ফরহাদ আলী দেওয়ান শাহীন, নাটোর পৌর বিএনপির আহবায়ক এমদাদুল হক আল মামুন, সদর উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ফয়সাল ইসলাম আবুল ব্যাপারী, কাফুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবক দল সভাপতি আসাদুজ্জামান আসাদ ও জেলা ছাত্রদলের সভাপতি কামরুল ইসলামসহ অনেকে।

About Admin

Check Also

‘মাত্র ১৫ মিনিটে বাংলাদেশ দ*খলে নেব’

মাত্র ১৫ মিনিটে পশ্চিমবঙ্গের মুসলিমরা বাংলাদেশ দখলে নেবে বলে হুমকি দিয়েছেন তৃণমূল কংগ্রেস মালদা জেলার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.