Breaking News

চিন্ময়কে নিয়ে ইসকনের যে চালাকি ধরিয়ে দিলেন ডা. জাহেদ

চিন্ময় কে নিয়ে ইসকনের যে চালাকি তা ধরিয়ে দিলেন ডা. জাহেদুর রহমান। তিনি এক ভিডিও বার্তায় বলেন, বাংলাদেশ ইসকন যে সংবাদ সম্মেলন করেছেন তার মধ্যে একটা চালাকি আছে।

ডা. জাহেদ বলেন, চিন্ময় শিশু যৌন নিপীড়নের অভিযোগে অভিযুক্ত হয়ে নিষেধাজ্ঞায় পড়েছিলেন এবং এখনও তা প্রত্যাহার হয়নি। অথচ এই ভদ্রলোক হিন্দুদের অধিকার রক্ষার জন্য নেতৃত্ব দিচ্ছেন।ডা. জাহেদ বলেন, তার সম্পর্কে যে অভিযোগ আছে এ তথ্যটি গোপন করা হয়েছে।

তিনি বলেন, ইসকন চিন্ময় সম্পর্কে আজ যে একটা ক্লারিফিকেশন দেওয়া হয়েছে এর মধ্যে একটা চালাকি আছে।অনেক আগে থেকেই চিন্ময় দাসকে ইসকন থেকে বহিষ্কার হয়েছে জানিয়ে সংগঠনটির বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র ব্রহ্মচারী বলেছেন চিন্ময়ের কার্যক্রম সম্পূর্ণ ব্যক্তিগত এবং তার জন্য সংগঠন দায়ী নয়।

ডা. জাহেদ বলেন, ইসকনকে তার অবস্থান পরিষ্কার করতে হবে। একদিকে তারা চিন্ময়কে নিয়ে দ্বায়মুক্তি হচ্ছেন, অন্যদিকে কেন্দ্রীয় ইসকন তাকে ইসকন নেতা বলছেন। এখানে চালাকি করা হয়েছে।

তিনি বলেন (বাংলাদেশের ইসকন) চারু চন্দ্র ব্রহ্মচারীকে কেন্দ্রীয় ইসকন কে বলতে হবে যে তারা ভুল তথ্য ছড়াচ্ছে। কেন্দ্রীয় ইসকন কে তাদের আগের মন্তব্য প্রত্যাহার করাতে হবে।

ডা. জাহেদ কেন্দ্রীয় ইসকনের উদ্দেশ্যে বলেন তারা কেবল ভুল তথ্য ছড়াচ্ছেনা বরং ভারত সরকারকে লেলিয়ে দিচ্ছেন বাংলাদেশ সরকারের বিরুদ্ধে তারা যেন এখানে ঝামেলা করে। তিনি বলেন জনাব চারু এর বিরুদ্ধে কোনো কথা বলেননি।

তিনি আরো বলেন ভারতীয় অনেক সংবাদ মাধ্যমে চিন্ময়কে ইসকনের নেতা স্বীকৃতি দিয়ে ভিন্নভাবে প্রচার করছে। জনাব চারু যদি মনে করেন বাংলাদেশের ইসকন চিন্ময়কে ডিজওউন করেন, তাহলে ভারতকে অ্যাড্রেস করে ক্লিয়ারলি বলতে হবে আপনারা ভুল তথ্য ছড়াচ্ছেন এবং বলতে হবে চিন্ময় ইসকনের কেউ নয়। কারণ ইসকনের নাম নিয়ে এদেশের উপরে ভারত চাপ সৃষ্টি করছে।

About Admin

Check Also

‘৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে রাখা হয়েছে’

৫ হাত লম্বা ৪ হাত চওড়া সেলে ফাঁসির দণ্ডপ্রাপ্তদের সঙ্গে আমাকে রাখা হয়েছে। ’এজলাসে দাড়িয়ে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.