Breaking News

জাতীয় নির্বাচনের তারিখ জানালেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব

জাতীয় সংসদ নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারির আগেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, গণভোট ইস্যুতে প্রধান উপদেষ্টা সিদ্ধান্ত নেবেন, তবে সিদ্ধান্ত যাই হোক না কেন, নির্ধারিত সময়ের আগেই নির্বাচন সম্পন্ন করা হবে।

শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ‘জুলাই কন্যা ফাউন্ডেশন’-এর আয়োজিত এক অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণী শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।শফিকুল আলম বলেন, “বিভিন্ন রাজনৈতিক দল তাদের মতামত প্রকাশ করছে। আমরা এগুলোকে হুমকি হিসেবে দেখছি না। প্রধান উপদেষ্টা যা জনগণ ও দেশের জন্য উত্তম মনে করবেন, সেটিই করবেন।”

নারীর অগ্রগতি প্রসঙ্গে তিনি আরও বলেন, “স্বৈরাচারের পতন ও গণঅভ্যুত্থানে পুরুষ ও নারীরা একসঙ্গে রাজপথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। এখন আর নারীরা পিছিয়ে নেই—সব ক্ষেত্রেই তারা সফলভাবে প্রতিনিধিত্ব করছে।”

এ সময় তিনি আরও জানান, আগামী ১৩ নভেম্বর আদালত শেখ হাসিনার বিচারের তারিখ ঘোষণা করবেন।অনুষ্ঠানে শিক্ষা, সমাজসেবা ও নারী উদ্যোক্তা খাতে অবদান রাখার জন্য বিভিন্ন ব্যক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করা হয়।

About Admin

Check Also

সচিবদের সঙ্গে বৈঠক শেষ, পে স্কেলের সুপারিশ নিয়ে যা বললেন কমিশন চেয়ারম্যান

নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সচিবদের সঙ্গে পে কমিশনের সদস্যদের বৈঠক শেষ হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
Verified by MonsterInsights