Breaking News

গভীর রাতে স্বামীর সঙ্গে পুকুরে গোসল গৃহবধূর, অতঃপর যা ঘটলো…

নোয়াখালীর সুবর্ণচরে গভীর রাতে স্বামীর সাথে পুকুরে গোসল করতে গিয়ে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিক মৃত্যুর সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি। তবে এই মৃত্যুকে ঘিরে স্থানীয়ভাবেও গুঞ্জন চলছে। এটি কি হত্যাকাণ্ড নাকি রহস্যজনক মৃত্যু।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরের দিকে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে, সোমবার দিনগত রাত ৩টার দিকে উপজেলার মোহম্মদপুর ইউপিস্থ ৯ নম্বর ওয়ার্ডের চর নোমান গ্রামের জামালের বাড়িতে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম নাসিমা বেগম (২৮)। তিনি একই গ্রামের মাইন উদ্দিনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার দিবাগত গভীর রাতে ভিকটিম তার স্বামীর সাথে শারীরিক মেলামেশা করে। এরপর রাত ৩টার দিকে স্বামীসহ বাড়ির পুকুরে একসঙ্গে গোসল করতে যান। সেখানে গোসলের পাশাপাশি তিনি কাপড় ধোয়ার কাজ করেন। ওই সময় তার স্বামী গোসল শেষ করে আগেই ঘরে ফিরে এসে ঘুমিয়ে পড়েন। রাত ৪টার দিকে স্বামীর ঘুম ভাঙলে তিনি পাশে স্ত্রীকে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির লোকজনসহ পুকুরে গৃহবধূ নাসিমা বেগমকে ভাসমান অবস্থায় দেখতে পান। তবে এটি রহস্যজনক বলে অনেকেই জানান।

ওসি মো. শাহীম মিয়া আরও বলেন, মঙ্গলবার বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। তবে এ ঘটনায় নিহতের স্বজনেরা গৃহবধূকে হত্যার কোনো অভিযোগ করেনি তার স্বামীর বিরুদ্ধে। তবে ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

FacebookTwitterPinterestWhatsApp

About Admin

Check Also

সচিবদের সঙ্গে বৈঠক শেষ, পে স্কেলের সুপারিশ নিয়ে যা বললেন কমিশন চেয়ারম্যান

নতুন বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের সচিবদের সঙ্গে পে কমিশনের সদস্যদের বৈঠক শেষ হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.
Verified by MonsterInsights