Breaking News

৮ কেজি ওজনের বাহুবলি সিঙাড়া নিয়ে হইচই, একা খেতে পারলেই পাবেন নগদ ৫১ হাজার

নামেই ‘বাহুবলি’ হলে চলবে না, দেখতে বা দামেও তেমনটা হওয়া চায়। নইলে বাহুবলির আর কী অর্থ থাকল। হ্যাঁ, বাহুবলি সিঙাড়ার ওজন ৮ কেজি।

ভারতের সংবাদমাধ্যম জানায়, সম্প্রতি শিল্পপতি হর্ষ গোয়েঙ্কার টুইটারে শেয়ার করেছেন এই দানবীয় খাবারের ভিডিও। যা পরবর্তীতে ভাইরাল হয়ে যায়।

সেই ভিডিওতে দেখা গিয়েছে, উত্তরপ্রদেশে কৌশল সুইটস নামের মিষ্টির দোকানে তৈরি হচ্ছে বাহুবলি সিঙাড়া। যার ওজন ৮ কেজি, বিক্রি হচ্ছে ১১০০ রুপিতে।

এ সিঙাড়ায় আলু, মটর, পনির ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের ড্রাই ফুট।

ভিডিওটি শেয়ার করে হর্ষ মজার ক্যাপশনও দিয়েছেন, দীপাবলীর পর যখন বউ আমাকে একটি মাত্র সিঙাড়া খাওয়ার অনুমতি দেয়!

ভিডিওটি কেউ কেউ মজার ছলে নিয়েছেন। আবার কেউ কেউ পরামর্শ দিতে ভোলেননি। যেমন একজন বলেছেন, এই সিঙাড়া খেলে চিকিৎসা বাবদ অনেক টাকা খরচ হবে।

কৌশল সুইটস এরই মধ্যে শুরু করেছে ‘বাহুবলি সিঙাড়া চ্যালেঞ্জ’। মাত্র ৩০ মিনিটে একটি সিঙাড়া সাবাড় করতে পারলেই জয়ী ব্যক্তি পাবেন নগদ ৫১ হাজার রুপি। এখন পর্যন্ত অবশ্য ওই পুরস্কার কেউ জিততে না পারলেও বিক্রি বেড়েছে।

About Admin

Check Also

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক জেলা থেকে আরেক জেলায় (একই বিভাগের মধ্যে) অনলাইন বদলির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *