Breaking News

বাটা শোরুমে লুটপাটের দৃশ্য দাবিতে ভাইরাল হওয়া ছবিটি এআই দিয়ে তৈরি

গাজায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ ও ফিলিস্তিন প্রতি সমর্থন জানিয়ে সারাদেশে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এসময় আন্তর্জাতিক জুতা নির্মাতা প্রতিষ্ঠান বাটার কয়েকটি আউটলেটে হামলা ও জুতা লুটের ঘটনা ঘটে।

ওই সময়ের লুটের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে বাটা শোরুমে লুটপাটের দৃশ্য দাবিতে ভাইরাল হওয়া ছবিটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) দিয়ে তৈরি।

বিভিন্ন এআই ইমেজ ডিটেক্টর যেমন- ইসইটএআই ডটকম এবং হাইভ মডারেশন ডটকম টুলসে ইমেজটি চেক করে দেখা গেছে ছবিটি এআই দিয়ে তৈরি হওয়ার সম্ভাবনা ৮০ শতাংশ।ছবিটি ভালোভাবে লক্ষ্য করলে এতে এআই দিয়ে তৈরি ছবির বেশ কিছু লক্ষণ দেখা যায়। যেমন- বিকৃত হাতের গঠন, এক ব্যক্তির তিনটি হাত থাকা, জুতার বাক্সে চাপ পড়লেও ভাজ না হওয়া ও আয়নার প্রতিফলনের সাথে সামনের দৃশ্যের মিল না থাকা।

About Admin

Check Also

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক জেলা থেকে আরেক জেলায় (একই বিভাগের মধ্যে) অনলাইন বদলির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *