Breaking News

খালেদা জিয়াকে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য, মসজিদের ইমাম গ্রেপ্তার

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের এক পোস্টের কমেন্টে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগে হওয়া মামলায় মসজিদের এক ইমামকে গ্রেপ্তার করেছে ঢাকার আশুলিয়া থানা-পুলিশ।

গ্রেপ্তার ইমাম মুফতি এবাদুল ইসলাম ফরিদী নামের ওই ব্যক্তিকে সোমবার (৭ এপ্রিল) রাতে বরিশাল থেকে গ্রেপ্তারের পর

আজ মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে আশুলিয়া থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়।মামলার বাদী সাভারের আশুলিয়া থানার ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি আতাউর রাহিম। তিনি এজাহারে উল্লেখ করেন, গত ৫ এপ্রিল ওই ইমাম তার ফেসবুক আইডি থেকে একটি পোস্টের কমেন্ট বক্সে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। ওই কমেন্ট নিয়ে দলের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ও ভাবমূর্তিক্ষুণ্ন হয়। এ কারণে তিনি এই ঘটনায় আশুলিয়া থানায় একটি সাইবার নিরাপত্তা আইনে মামলা করেন।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে।

About Admin

Check Also

প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য বড় সুখবর

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের এক জেলা থেকে আরেক জেলায় (একই বিভাগের মধ্যে) অনলাইন বদলির …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *