জলবায়ু পরিবর্তনসহ নানা কারণে বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। বিশ্বে বায়ুদূষণের শীর্ষে উঠে এসেছে রাজধানী ঢাকা। এক সতর্কবার্তায় ঢাকাবাসীকে ঘরের জানালা বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে।
ঢাকার বাতাস ক্রমেই বিপজ্জনক হয়ে উঠছে। দীর্ঘদিন ধরে মেগা সিটি ঢাকা বায়ুদূষণের কবলে। কিছুদিন ধরে বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রথম দিকেই রয়েছে রাজধানী ঢাকা।
রোববার সকালে শহরটির বাতাস জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রতিষ্ঠান একিউআই তথ্য অনুযায়ী ৩৯৫ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে রয়েছে ঢাকা।
সতর্কবার্তায় ঢাকাবাসীর উদ্দেশ্যে একিউআই-এর পরামর্শ বাইরে বের হলে সুস্বাস্থ্যের জন্য অবশ্যই মাস্ক পড়তে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যাবেনা। আরো একটি পরামর্শ ঘরের জানালা বন্ধ রাখতে হবে।