Breaking News

হল থেকে আজীবন বহিষ্কার ডুয়েট ছাত্রলীগের ১৪ নেতাকর্মী

বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলাসহ নানা অভিযোগে শাস্তি পেয়েছেন ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শাখা ছাত্রলীগের ১৪ নেতাকর্মী। বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল থেকে তাদের আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ডুয়েট ছাত্রকল্যাণ দফতরের পরিচালক প্রফেসর ডক্টর উৎপল কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, শাখা ছাত্রলীগের সভাপতি মিঠুন, সাধারণ সম্পাদক মান্নাসহ ১৪ নেতাকর্মীকে ১ বছর বহিষ্কার, হল থেকে আজীবন বহিষ্কার, সনদ পত্রে অপরাধের কথা উল্লেখ থাকাসহ নানা মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ রাবি ছাত্রশিবিরের সভাপতি কে এই আব্দুল মোহাইমিন
শাস্তি পাওয়া অন্য ছাত্রলীগ নেতাকর্মীরা হলেন- ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির হোসেন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন রিফাত, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিদ্দিকুর রহমান,

টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মোজ্জামেল হোসেন শাহীন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মেহেদী হাসান তুহিন, ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মুশফিকুল আলম শান্ত, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯-২০ শিক্ষা বর্ষের শিক্ষার্থী আশরাফুল ইসলাম, কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ইসতিয়াক আহমেদ প্রিন্স, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পারভেজ মিয়া মাহিন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী তাসিন মাহমুদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯-২০ শিক্ষা বর্ষের শিক্ষার্থী এম এম সায়মুন, ছাত্রলীগের সহসভাপতি ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী প্রতাপ কুমার।ছাত্রলীগের সভাপতি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী মিজানুর রহমান মিঠুন এবং সেক্রেটারি সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী মাহমুদ হাসান মান্না। এদের মধ্যে এমএসসির অধ্যায়নরত মাহমুদ হাসান মান্না এবং মেহেদী হাসান তুহিন এর আজীবন ছাত্রত্ব বাতিল করে ডুয়েট প্রশাসন। এছাড়া সদ্য বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করা অভিযুক্ত ছাত্রলীগ নেতাকর্মীদের ১ বছরের জন্য সনদ জব্দ এবং বিএসসি ইঞ্জিনিয়ারিং অধ্যায়নরতদের ১ বছর করে বহিষ্কার আদেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত রবিবার ডুয়েট ডিবেটিং সোসাইটির এক অনুষ্ঠানে যোগদিয়ে ডুয়েটের ছাত্রকল্যাণ দফতরের পরিচালক প্রফেসর ডক্টর উৎপল কুমার বলেন, প্রথম ধাপে যাদের শাস্তির আদেশ দেওয়া হবে, তাদের মাধ্যমে বিচার কার্য শেষ হবে না। বরং অভিযুক্ত অন্যান্য ছাত্রলীগ নেতাকর্মীদের বিচার চলমান থাকবে

About Admin

Check Also

শখের বাড়ি না ভেঙে তাঁর আস্ত তুলে সরিয়ে নিলেন কৃষক

ভাঙা পড়ার কথা ছিল বাড়িটির। কিন্তু তিনি আবার নতুন করে বাড়ি বানাতে চাননি। তাই নিজের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.