Breaking News

টানা জন্মবিরতিকরণ পিলে কি স্তন ক্যানসার হয়?

ডা. আয়েশা আক্তার এপ্রিল ৩, ২০২৩
স্তন ক্যানসারের নানা ধরনের লক্ষণ রয়েছে। স্তন কিংবা বগলে চাকা অনুভব করা, স্তনের কোথাও ব্যথা অনুভবসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। নারীরা স্তন ক্যানসারে আক্রান্ত হন সবচেয়ে বেশি। এ জন্য এ ক্ষেত্রে তাদের সচেতনতা বেশি প্রয়োজন।

সচেতন থাকলে স্তন ক্যানসার থেকে বাঁচা যায়। আক্রান্ত হওয়ার পরও ঠিকমতো চিকিৎসা নিলে এ রোগ থেকে পরিত্রাণ পাওয়া যায়। বয়স ৪০ বছরের বেশি হলে চিকিৎসকের পরামর্শে বছরে একবার অন্তত সব নারীকে ম্যামোগ্রাম করাতে হবে। রুটিন পরীক্ষা তো করাতেই হবে।

পরিবারের যদি কারও আগে থেকে স্তন ক্যানসারের ইতিহাস থেকে থাকে তা হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ মতো বিভিন্ন টেস্ট করে নিতে হবে।

আরো পড়ুন: দীর্ঘদিন পর পর সহবাসে প্রচন্ড ব্যথা হয়, এর কারণ কী?
স্তন ক্যানসার কেন হয় ?
*প্রথমত অজানা কারণে

*দ্বিতীয়ত ৩৫ বছর বয়সে প্রথম সন্তান নিলে তাদের মধ্যে স্তন ক্যানসার হওয়ার প্রবণতা বেশি লক্ষ্য করা যায়।

*তৃতীয়ত জন্মবিরতিকরণ পিল টানা পাঁচ থেকে ছয় বছর খেয়ে থাকলে।

*যারা কখনো বাচ্চাকে বুকের দুধ পান করাননি, তাদের ক্ষেত্রে হওয়ার সম্ভাবনা আছে।

কীভাবে বুঝবেন ?
– স্তনের মধ্যে চাকা অনুভব করা। কখনো ব্যথা থাকতে পারে, আবার নাও থাকতে পারে।

– স্তনের ত্বক যদি কুঁচকে যায় কমলালেবুর মতো।

আরো পড়ুন: হার্ট ভালো রাখে যে ৪ অভ্যাস
প্রথমত দায়ী আমাদের জীবনযাত্রার পরিবর্তন। আজকাল জাঙ্কফুড খাবারে মানুষ অভ্যস্ত হয়ে গেছে শারীরিক পরিশ্রম না করার কারণে অতিরিক্ত স্থূলতায় ভুগছে অতিরিক্ত স্থূলতা breast Cancer-এর অন্যতম প্রধান কারণ।

About Admin

Check Also

রাতের ছোট্ট একটা কাজ চিরতরে মুছে দিবে মুখের দাগ

আমরা অনেককে দেখেছি যাদের চেহারা অনেক সুন্দর তবে পুরো চেহারা বিশ্রী সব কালো দাগে ভরা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.