Breaking News

এবার যে ভয়ংকর তথ্য ফাঁস করলেন পিনাকী ভট্টাচার্য!

মীর জাফরের সঙ্গে আওয়ামী লীগের মিল রয়েছে বলে মন্তব্য করেছেন লেখক এবং অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। ফেসবুক পোস্টে পিনাকী উল্লেখ করেন, ভাই আমি জাতির কাছে ক্ষমা চাই। উপদেষ্টাদের ধ্ব /জভ * ঙ্গ বলে অপবাদ দেয়াটা ঠিক হয় নাই। মাইনা নিলাম আপনারা পারেন। মেহেরবানী করে সন্তানসম মাই / য়াগুলারে রেহাই দেন।

‘পত্রিকার অফিস পুড়িয়ে দেওয়া হচ্ছে’, মির্জা ফখরুলের এরকম একটা কোট দেখলাম, প্রথম আলোর লগো দিয়ে। এইটা কি সত্য সত্য ফখরুল বলেছেন? যদি বইলা থাকেন, এই অভিযোগের সাথে আনন্দবাজার বা হিন্দুস্থান টাইমসের ইদানিংকার উসকানিমূলক, সত্যের উল্টো ও জাঙ্ক রিপোর্টগুলোর রিপোর্টার, বা, রয়টার্সের বোমা পালের রিপোর্টের কোন পার্থক্য দেখেন কি আপনি?

ফখরুলের এই তথ্যের সোর্স কী? হাসিনার সময়েই কোন একদিন একটা টিভি প্রোগ্রামে ফরহাদ মজহার গণবিরোধী ভূমিকার কারণে মিডিয়াগুলোতে বোমা মারা উচিত বইলা মন্তব্য করছিলেন। কিন্তু, সত্য হল, তখনও, এখনও, সেই গণবিরোধীদের বিরুদ্ধে একটা সর্বাত্মক জনঅভ্যুত্থানের পরও, পুরনো রেজিমের পাপেট হিসেবে কাজ করা কোন পত্রিকা অফিসও পুড়িয়ে দেওয়া দূরের কথা,

ঢিল ছোঁড়ার নিউজ আসে নাই। তাহলে, ফখরুল এই মন্তব্য কীভাবে করলেন? যে প্রথম আলোর নামে এই কোট আসল, সেই প্রথম আলোর নিজের এরকম কোন রিপোর্ট নেই। প্রথম আলোর কাছেও এই ধরনের নিউজের প্রথম রিপোর্টার বোধ হয় মির্জা ফখরুল, যার নামে দেশ বিদেশে এই কোট ছড়িয়ে দিল প্রথম আলো। যদি এই পোস্টারটা এডিটেড না হয়, তাহলে জানতে চাই, প্রথম আলো বা ফখরুল এই বিষয়ে পরে কোন ব্যখ্যামূলক বক্তব্য দিয়েছে কি? না দিয়ে থাকলে ফখরুল এবং প্রথম আলো উভয়রে মিথ্যা গুজব ছড়ানোর দায়ে জবাবদিহির আওতায় আনা দরকার।

About Admin

Check Also

বিএনপির ইলিয়াস আলীকে কারা কীভাবে হ’ত্যা করেছে জানালেন সাবেক সেনা কর্মকর্তা!

বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সিলেট-২ আসনের সাবেক বারবার নির্বাচিত এমপি এম ইলিয়াস আলী ২০১২ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.