Breaking News

ভারতের পতাকার অবমাননার অভিযোগে বাংলাদেশি রোগী দেখা বন্ধ করলেন কলকাতার চিকিৎসক

বাংলাদেশ প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-বুয়েটের প্রবেশ পথে বিছানো রয়েছে ভারতীয় একটি পতাকা। সেটির ওপর দিয়ে হেঁটে যাচ্ছেন অনেকে। এমন একটি ছবি নিজের ফেসবুক ওয়ালে পোস্ট করেছেন কলকাতার একজন চিকিৎসক।

তার নাম ডা. ইন্দ্রানীল সাহা। ছবির ক্যাপশনে এই চিকিৎসক লিখেছেন ‘BUET ইউনিভার্সিটির প্রবেশপথে ভারতীয় জাতীয় পতাকা বিছিয়ে রাখা! চেম্বারে বাংলাদেশের রোগী দেখা আপাতত বন্ধ রাখছি। আগে দেশ, পরে রোজগার।’

এদিকে ওই পোস্টের পর কমেন্টসে অনেকে অনেক ধরনের মন্তব্য করেছেন।

মলয় মুখার্জি নামে একজন মন্তব্য করেছেন, ‘ভারতের উচিত এই মুহূর্তে সমস্ত রকমের সাহায্য বন্ধ করা। যদি এদেশের রাজনৈতিক নেতাদের সামান্যতম দেশের জন্য সম্মানবোধ থেকে থাকে!’অমিতাভ ভট্টাচার্য নামে একজন লিখেছেন, ‘বাংলাদেশিদের ভিসা এখনও কেন দেওয়া হচ্ছে। ওদের সমস্ত সাহায্য অবিলম্বে বন্ধ করা দরকার।’

মাইশা কবির নামে একজন মন্তব্য করেছেন, ‘সব ভিসা ৪ মাস ধরেই বন্ধ। ডাক্তার সাহেব একটু ভাব নিলেন আর কী। (IVF এর জন্য কোন রোগী ৪ মাস আগে ভিসা করে না)।’

তোফাজ্জল হোসেন লিখেছেন, ‘আপনার কাছে যেমন আগে দেশ। তেমনি আমাদের কাছেও প্রথমে দেশ, তারপর অন্য কিছু। যখন আমাদের দেশের অভ্যন্তরে কেউ তাদের নগ্ন হস্তক্ষেপ করতে যাবে পরিণাম তীব্র থেকে তীব্রতর ঘৃণার সাথে জানানো হবে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে অতি উৎসাহী হয়ে প্রোপাগাণ্ডা ছড়ানোকে আপনি কীভাবে দেখছেন?’

সৈকত বাবু লিখেছেন- ‘যারা বাংলাদেশের হিন্দু শুধু তাদের দেখুন। তারা যদি আপনার ট্রিটমেন্ট না নিতে পারে, তাদের জন্য অনেক কষ্টদায়ক হবে।’

এদিকে বুয়েটের প্রবেশ পথে ভারতের পতাকা কারা বিছিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। কয়েক শিক্ষার্থীর সঙ্গে কথা বললেও তারা কেউ কিছু বলতে পারেননি। বুয়েটের পাশাপাশি রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (আরএসটিইউ), নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (এনএসটিইউ) এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ডিইউ) টিএসসি ক্যাফেটেরিয়া এলাকাতেও এরকম পতাকা ও নকশা দেখা গেছে।

About Admin

Check Also

পাঁচ ব্যাংকের ১২শ কোটি হাওয়া

২০১৯ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংসে ১ হাজার ৭৭৫ কোটি টাকা বিনিয়োগ করে রাষ্ট্রায়ত্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Recent Comments

No comments to show.