চট্টগ্রামে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী সাইফুল ইসলাম নিহতের ঘটনায় প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই বিবৃতিতে চিন্ময় কৃষ্ণ দাসকে অবিলম্বে মুক্তি দেয়ার দাবিও জানিয়েছেন তিনি।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলমকে গাড়ি চাপা দিয়ে ‘হত্যাচেষ্টার’ অভিযোগের কয়েক ঘণ্টার মাথায় আবারো অভিযোগ উঠেছে যে, হাসনাত আব্দুল্লাহকে আবার ‘গাড়ি চাপা দেয়ার চেষ্টা’ করা হয়েছে।
নতুন করে সাড়ে ২২ হাজার কোটি টাকা ছাপিয়েছে বাংলাদেশ ব্যাংক। ওই টাকা দিয়ে দেশের ছয়টি ‘দুর্বল’ ব্যাংককে তারল্য সহায়তা দেয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।
বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) এর ৪৭-তম ব্যাচের পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
বাংলাদেশে গত কয়েকদিন যেসব ঘটনা ঘটছে, তাতে ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা বেড়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
হাইকোর্টের এজলাসে ডিম ছুড়ে বিচারককে হেনস্তার ঘটনায় জড়িত আইনজীবীদের বার কাউন্সিল সনদ ও সুপ্রিমকোর্টের আইনজীবী সমিতির (বার) সদস্যপদ বাতিল করা হবে বলে জানিয়েছেন সুপ্রিমকোর্ট বার সভাপতি মাহবুব উদ্দিন খোকন।
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের ঘটনায় ‘গভীর শোক’ প্রকাশ করেছে ইসকন বাংলাদেশ। ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারু চন্দ্র দাস এক সংবাদ সম্মেলনে বলেন, চিন্ময় কৃষ্ণ ‘বহিষ্কৃত’। তার “দ্বারা সংঘটিত কার্যক্রম ইসকনের কার্যক্রম নয়৷”
আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ- ইসকন নিষিদ্ধ হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার, এ নিয়ে আদালতের হস্তক্ষেপের উচিত হবে না। ইসকনের কার্যক্রম নিয়ে প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে এনে এর কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ করতে আদালতের কাছে আবেদন করেছিলেন আইনজীবী মো. মনির উদ্দিন। তার প্রেক্ষিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী হাইকোর্টে এই মন্তব্য করেন।
মানহানির মামলায় সাময়িক বরখাস্ত হওয়া সহকারী কমিশনার তাপসী তাবাসসুম ঊর্মি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করেন। পরে তিনি জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তা মঞ্জুর করেন।
Check Also
পাঁচ ব্যাংকের ১২শ কোটি হাওয়া
২০১৯ সালে পুঁজিবাজারের তালিকাভুক্ত প্রতিষ্ঠান বেস্ট হোল্ডিংসে ১ হাজার ৭৭৫ কোটি টাকা বিনিয়োগ করে রাষ্ট্রায়ত্ত …