দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস ও মাইক্রোবাস ভর্তি মানুষ এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায়। তারা একটি এনজিওর ঋণ দেওয়ার আশ্বাসে ঢাকায় এসেছেন বলে জানিয়েছেন। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রসহ সংশ্লিষ্টরা বলছেন, একটি চক্র অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে তাদের প্রলোভন দেখিয়ে ঢাকায় এনেছেন। এ অবস্থায় রাত থেকে ক্যাম্পাস ও শাহবাগ এলাকায় সতর্ক অবস্থানে রয়েছেন শিক্ষার্থী ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা।
ঢাকায় আসা ব্যক্তি ও ক্যাম্পাস থেকে জানা গেছে, এনজিও সংস্থার পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে কিছু ব্যক্তি মানুষকে বিনা সুদে ঋণ দেওয়ার আশ্বাস দেন। তারা বলেছেন, ঢাকায় গেলে বিনা সুদে ১ লাখ টাকা করে দেওয়া হবে। অনেকের কাছ থেকে এ জন্য ১ হাজার টাকা করেও নিয়েছে। এ আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা গাড়িতে করে ঢাকায় এসেছেন।
Promoted Content
আজ কি নিজেকে ভাগ্যবান মনে করছেন? 600 000৳ + 250টি ফ্রি স্পিন পান
Pin up Casino
বাংলাদেশের শীর্ষ ক্যাসিনোর একজন বড় বিজয়ী হোন
Pin up Casino
খুব দ্রুত $100 আয় করার সেরা উপায়
Live Result
6 Action Steps To Good Sexual Health
Limelight Media
আরও পড়ুনঃ তসলিমা নাসরিন কি মারা গেছে?
এসব গাড়ির একটি ব্যানারে লেখা দেখা গেছে, ‘অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ’। লুণ্ঠিত অর্থ ফেরত এনে তাদের ঋণ দেওয়া হবে বলে জানানো হয়েছে। তারা শাহবাগ মোড়ে সমাবেশে অংশ নিতে এসেছেন বলে জানিয়েছেন।
এরমধ্যে কিছু গাড়ি ঢাকা ও আরে আশপাশের এলাকা থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে। তবে কিছু গাড়ি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় চলে আসে। সেগুলোর কয়েকটি ফিরিয়ে দেওয়া হয়েছে। বাকিদের সঙ্গে কথা বলছেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
এমন রহস্যজনক কর্মকাণ্ড নিয়ে রাত থেকেই তোলপাড় চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রীক বিভিন্ন ফেসবুক গ্রুপে। শিক্ষার্থীরা বলছেন, মধ্যরাত থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় বাস ও মাইক্রোবাস ভর্তি অপরিচিত মানুষ দেখা যাচ্ছে। তাদের কর্মকাণ্ড রহস্যজনক। এরপরই অনেকে হল থেকে রাজু ভাস্কর্যসহ বিভিন্ন স্থানে সতর্ক অবস্থান নেন।
Suggested News
আজ কি নিজেকে ভাগ্যবান মনে করছেন? 600 000৳ + 250টি ফ্রি স্পিন পান
Pin up Casino
বাংলাদেশের শীর্ষ ক্যাসিনোর একজন বড় বিজয়ী হোন
Pin up Casino
আরও পড়ুনঃ আ.লীগ ছাড়া সংস্কার ও নির্বাচন অসম্ভব: জয়
এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ সোমবার (২৫ নভেম্বর) সকালে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিষয়টি নিয়ে আমরা পরে কথা বলছি। এ নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।