যুবলীগ নেতাকে আটকের সময় হামলা, ৪ পুলিশ সদস্য আহত
মোকলেছুর রহমান বিমান
নীলফামারীর কিশোরগঞ্জে মোকলেছুর রহমান বিমান (৪২) নামে এক যুবলীগ নেতাকে আটকের সময় এলাকাবাসীর হামলায় চার পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) দুপুরে উপজেলার রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন- সাব-ইন্সপেক্টর (এসআই) আমিনুল ইসলাম, কনস্টেবল মঞ্জুরুল ইসলাম, শরীফ হোসেন ও সাজ্জাদ হোসেন।আটক মোকলেছুর রহমান বিমান রনচন্ডী ইউনিয়নের উত্তর বাফলা গ্রামের মৃত ওমর আলীর ছেলে। তিনি রনচন্ডী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, দুপুরের দিকে উপজেলার রনচন্ডী স্কুল অ্যান্ড কলেজের নবীনবরন অনুষ্ঠান চলছিল। সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমি হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এতে মোকলেছুর রহমান বিমানও অতিথি হিসেবে বক্তব্য দেন। তিনি তার বক্তব্য শেষ করে মঞ্চ থেকে নেমে বাড়ি ফেরার পথে পুলিশ তাকে আটক করে। পরে তাকে থানায় নিয়ে আসার সময় তার সমর্থকরা রাস্তা অবরোধ করে পুলিশের গাড়ি ভাঙচুর করে। এ সময় অভিযানে থাকা চারজন পুলিশ সদস্য আহত হন। পরে থানা থেকে আরও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিমানকে থানায় নিয়ে আসে।
কিশোরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ওই যুবলীগ নেতাকে আটক করে নিয়ে আসার সময় তার সমর্থকরা পুলিশের একটি সিভিল মাইক্রোবাসে আক্রমণ করে ভাঙচুর করে। এতে আমাদের চারজন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।